Breaking

Sunday, November 26, 2023

জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মালদা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে, আগামী ২৫ শে ডিসেম্বর থেকে ১ লা জানুয়ারি ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভাল অনুষ্ঠান। গতবারের মতো এবারও মালদা শহরের বৃন্দাবন ময়দানে অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠান। গতবার সেখানে প্রচুর দর্শকের সমাগম হয়। 

তাই এবারে যাতে সুস্থভাবে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার তরফ থেকে কার্নিভাল অনুষ্ঠানের মাঠ পরিদর্শন করা হয়। মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা। 

গতবার সারা জেলা থেকে কার্নিভাল অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ঢল নামে, ফলে অনুষ্ঠান সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই এবারে সুস্থভাবে যাতে অনুষ্ঠান সম্পন্ন করানো যায় সেই লক্ষ্যে মাঠের চারিপাশ পরিদর্শন করেন। 

No comments:

Post a Comment

Adbox