Breaking

Sunday, November 26, 2023

মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কে

নিজস্ব প্রতিনিধি, মালদা :- শনিবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে কালিয়াচক থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের ছায়া বাণী এলাকায়। মোটর বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত মোটর বাইক চালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটর বাইকটি
সুলতানগঞ্জ থেকে কালিয়াচকের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় ফারাক্কা হইতে আসা একটি লরি পিছন দিক হঠাৎই ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বাইক চালকের।

মোটর বাইক চালক এর নাম আক্তার শেখ, বয়স ৩৫ বছর। তার বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। কালিয়াচক থানার পুলিশ বাইক চালকের মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। 

No comments:

Post a Comment

Adbox