Tuesday, September 13, 2022

নবান্ন অভিযানে বিজেপি বাইরে থেকে আনছে দুষ্কৃতী! কলকাতায় কড়া নিরাপত্তা!

ডেস্ক রিপোর্ট :- বঙ্গ বিজেপির আজ নবান্ন অভিযান। গেরুয়া শিবির সেখানে অশান্তি পাকানোর বিশেষ ছক কষেছে। 

ত্রিস্তরীয় ব্যারিকেড এর ব্যাবস্থা রাখা হয়েছে বিভিন্ন জায়গায় মিছিল আটকাতে। গোয়েন্দারা সুনির্দিষ্ট সূত্র মারফত জেনেছেন, বড়সড় অশান্তি পাকানোর পরিকল্পনা করা হয়েছে নবান্ন অভিযানকে সামনে রেখে। 

বিহার, ঝাড়খণ্ড থেকে সশস্ত্র দুষ্কৃতী এনে গোলমাল পাকানোর ছক বাস্তবায়িত করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গোয়েন্দাদের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে এই ছকের কথা জানতে পেরে।

No comments:

Post a Comment

Adbox