নিজস্ব প্রতিবেদন :- এল পি জির ভর্তুকির টাকা একাউন্টে ঢোকা নিয়ে নানা বিধ অভিযোগ থাকে গ্রাহকদের। যার বেশিরভাগ ক্ষেত্রেই ভর্তুকির টাকা না ঢোকার অভিযোগ রয়েছে গ্রাহকদের। আর এবার সুখবর এল পি জি গ্রাহকদের। জানা গেছে এবার থেকে এল পি জি গ্রাহকদের একাউন্টে ঢুকতে পারে ভর্তুকির টাকা।
তবে কত টাকা করে মিলতে পারে সিলিন্ডার প্রতি ভর্তুকির সেই টাকা। সে বিষয়ে যা জানা যাচ্ছে সে ক্ষেত্রে আপনার একাউন্টে ঢুকতে পারে ৭৯.২৬ টাকা। তবে গিয়ে চেক করুন আপনার ব্যাংক একাউন্ট। আর দেখে নিন আপনার ব্যাংক একাউন্টে ঢুকলো কিনা এল পি জির ভর্তুকির টাকা। পাশাপাশি আপনার একাউন্টে যদি না টাকা ঢোকে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট নাম্বারে অভিযোগও জানাতে পারেন।


No comments:
Post a Comment