নিজস্ব প্রতিনিধি, সালানপুর :-- পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অনুমান রাত সাড়ে দশটা নাগাদ আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালি পাথর গ্রামের এক বাসিন্দার পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটে। সূত্র অনুযায়ী মৃত ওই ব্যক্তির নাম হলো প্রানেশ দাস। বয়স আনুমানিক ৪৫ বছরের কাছাকাছি। জানা যায় রূপনারায়ণপুর থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। বাড়ি ফেরার সময় আল্লাডি মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ট্রেলারের পেছনে গিয়ে প্রাণেশ দাস ধাক্কা মারেন। সূত্র অনুযায়ী ট্রেলার গাড়িটির নম্বরটি হলো " এন.এল ০১জি ১০৮২ "। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, আল্লাডি মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল ওই গাড়িটি। প্রাণেশ নামের ওই ব্যক্তিটি রূপনারায়ণপুর থেকে ফিরে আসার সময় ধাক্কা মারেন ওই গাড়িটিকে। পুলিশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাণেশ নামের ওই ব্যক্তির। মৃত ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সূত্র অনুযায়ী, মৃত ব্যক্তির স্ত্রী পেশায় একজন নার্স এবং তাদের পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে।


No comments:
Post a Comment