Breaking

Monday, December 6, 2021

বিজেপির উদ্যোগে বাউড়িয়ার ভাষাপাড়ায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া :- রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিচ্ছে রক্তের চাহিদা। আর তার জেরেই বিভিন্ন সময় সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে। পাশাপাশি বহু ক্ষেত্রেই রক্তের অভাবে থমকে যাচ্ছে জটিল রোগের অস্ত্র প্রচার। 
আর রক্তের সেই ঘাটতি কিছুটা মেটাতে উদ্যোগী হলো বাউড়িয়া ভাষাপাড়া বিজেপি কার্যালয়ের নেতৃত্বগণ। সোমবার তাদের উদ্যোগে ও উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিন বাউড়িয়ার ভাষাপাড়া বিজেপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান শিবির। 
আর এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জন পুরুষ ও মহিলা তাদের রক্তদান করবে বলে জানা গেছে। আর এই রক্তদান শিবির প্রসঙ্গেই এদিন বিজেপি নেতা গৌতম রায় বলেন, বাউরিয়ার এই রক্তদান শিবিরে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তাদের রক্তদান করেন। পাশাপাশি এই রক্তদান শিবিরে মানুষ উৎসবের আকারে তাদের রক্তদান করে। 

অন্যদিকে তিনি আরো বলেন আজ ৬ ই ডিসেম্বর দিনটি ভারতীয় জনতা পার্টির কাছে সৌর্য দিবস তাই এই দিনটি আমরা রক্তদান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকি। এছাড়াও এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী বাপি সাঁতরা সহ আরো অনান্য বিশিষ্ট বিজেপি কর্মী ও সমর সমর্থকরা।

No comments:

Post a Comment

Adbox