Breaking

Monday, December 6, 2021

IND vs NZ : দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শুরুতেই বড়ো জয় ভারতের

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :--  ভারত - নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৫ উইকেটে ১৪০ রান। ভারত নিউজিল্যান্ডের থেকে ৪০০ রানে এগিয়ে ছিল। ভারতের এই টেস্ট ম্যাচটি জিততে প্রয়োজন ছিল আর ৫ টি উইকেট। আর  আজকের দিনের মাত্রই ১১.৩ ওভার বল করেই ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে বিশাল  রানের ব্যবধানে জিতে নেয়। আজ নিউজিল্যান্ড মাত্র ২৭ রান যোগ করেই হারায় বাকি ৫ টি উইকেট। হেনরি নিকোলস ৪৪ রান করে আউট হয়ে যায়। রচিন রবীন্দ্র করেন ১৮ রান। ভারত এই দ্বিতীয় টেস্ট ম্যাচটিকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে জিতে নেয়। আর তার সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজটিকে ১-০ তে জিতে নেয়। 
দ্বিতীয় ইনিংসে ভারতের স্পিনের ঘূর্ণির কাছে হার মেনে নেয় নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। রবীচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব এর দ্বিতীয় ইনিংসে অসাধারণ স্পিন বোলিং এর প্রদর্শন করেন। রবীচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে ৪ টি উইকেট নেন। জয়ন্ত যাদব নেন ৪ টি উইকেট নেন। 

এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় দিয়ে বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড় যুগের সূচনা হলো। দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর এটিই প্রথম সিরিজ জয় ভারতের। দুর্দান্ত ব্যাটিং এর জন্য দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ম্যান অব দ্যা সিরিজ হলেন রবীচন্দ্রন অশ্বিন।  
ম্যাচের সম্পূর্ণ স্কোর কার্ড :--
--------------------------------------
ভারত (প্রথম ইনিংস) - ৩২৫/১০ (১০৯.৫ ওভার) 
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) - ৬২/১০ (২৮.১ ওভার) 
ভারত (দ্বিতীয় ইনিংস) - ২৭৬/৭ (ডিক্লেয়ার) (৭০ ওভার) 
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস) - ১৬৭/১০ (৫৬.৩ ওভার) 

ভারত ৩৭২ রানে জয়ী। 

No comments:

Post a Comment

Adbox