Breaking

Thursday, June 8, 2023

মায়াপুর ধামের বামুন পুকুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত হয় হরিনাম সংকীর্তন

নিজস্ব প্রতিনিধি, নদীয়া :- শাস্ত্র মতে, নবদ্বীপ ধামের গুরুত্ব অপরিসীম। কলিযুগে রাধা ও কৃষ্ণের যুগল সমন্বয়ে রূপ হল কলি যুগের যুগ অবতার শ্রী শ্রী চৈতন্যদেব। নবদ্বীপেই জন্মগ্রহণ করেছিলেন গৌড় পূর্ণিমার দিন সন্ধ্যায় নিম গাছের নিচে শচীমাতার অঙ্গনে। পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচি দেবীর কোল আলো করে জগতকে শিক্ষা দিতে যুগ অবতার ও নবদ্বীপের পন্ডিত হয়ে দাঁড়ান এই শ্রী চৈতন্যদেব। 

এই শ্রী চৈতন্যদেব যে নাম সংকীর্তন এবং মহানাম হরিনাম ছরিয়ে ছিলেন মানুষের কাছে সেই হরিনাম ছড়িয়ে দিতে এগিয়ে এসেছেন মায়াপুর ধামের বামুন পুকুর প্রগতি সংঘের সদস্য ও কর্মকর্তারা। মহাপ্রভুর আঙ্গিকের হরিনাম অষ্টম প্রহর রূপে অধিবাস সহ প্রায় তিন থেকে চার দিন বিরাট মঞ্চ করে হরিনাম সংকীর্তন সেই সঙ্গে প্রসাদ বিতরণ করেন প্রগতি সংঘ। 

এদিন প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সুশীল বিশ্বাস বলেন, এলাকা তো বটেই এলাকার বাইরে থেকেও অগণিত মানুষ এই হরিনাম সংকীর্তন শুনতে আসেন। দুপুরে এবং রাতে তারা একইভাবে এই মন্ডপে অন্নভোগ গ্রহণ করেন এবং শেষ দিনে অগণিত ভক্তের আগমন ঘটে। এলাকার অগণিত সাধারণ মানুষ এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করেন এবং সেই সঙ্গে তারা প্রত্যেকে নিজের অনুষ্ঠান ভেবেই অনুষ্ঠানটিকে নির্বিঘ্নে সম্পন্ন করেন এবং আমাদের আশা মানুষ এইভাবে দিনে দিনে আরও এই হরিনাম যজ্ঞের বিরাট কর্মকাণ্ডে আমাদের পাশে থাকবেন এবং অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবেন। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ এর বিধায়ক শ্রী পুন্ডরীকাক্ষ। নবদ্বীপে যেহেতু সীমন্ত দ্বীপের মধ্যেই এই বামন পুকুর অন্তর্গত সেহেতু এলাকা বাসীর মধ্যে ধার্মিক ভাব একটা লক্ষ্য করা যায়। অধিবাস থেকে শুরু হয়, সেই সঙ্গে ধাপে ধাপে হরিনাম সংকীর্তন, সূর্য পূজা, ভোগ রাগ এবং মালসা ভোগ দিয়ে সম্পূর্ণ হয়। জাতি, বর্ণ এবং ধর্ম নির্বিশেষে শ্রী চৈতন্যদেবের ভাবধারায় এই হরিনাম হয়ে থাকে। 



No comments:

Post a Comment

Adbox