Breaking

Wednesday, June 7, 2023

দিল্লির হ্যান্ডলুম হাটে ১৫ দিন ব্যাপী আম মেলায় ব্যাপক সাড়া ফেলল মালদা জেলার সুবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম

নিজস্ব প্রতিনিধি, মালদা :- ভারতবর্ষের রাজধানী দিল্লির হ্যান্ডলুম হাটে শুরু হওয়া ১৫ দিন ব্যাপী আম মেলায় ব্যাপক সাড়া ফেলল মালদা জেলার সুবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। গত বছরের মতো এই বছরও ভারতবর্ষের রাজধানীতে ব্যাপক সাড়া ফেলল মালদার আম‌। খুশি মালদা জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা। উল্লেখ্য গত পাঁচ (৫) তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লির হ্যান্ডলুম হাটে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী আম উৎসব। 

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার বিভিন্ন প্রজাতির আম এই প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্য তাদের উৎপাদিত আম এই প্রদর্শনীতে নিয়ে যায়। পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে হিমসাগর, রাখাল ভোগ সহ ১০ ধরনের প্রায় ১৭ মেট্রিক টন আম দিল্লির এই মেলায় নিয়ে যাওয়া হয়েছে। 

এই বিষয়ে মেলার তৃতীয় দিন বুধবার দিল্লির হ্যান্ডলুম হাটে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, ইতিমধ্যে মালদা জেলার আম ব্যাপক সাড়া ফেলেছে। শুধু মালদা নয় পাশাপাশি মুর্শিদাবাদ, নদীয়া সহ গোটা রাজ্যের আমও বেশ সারা ফেলেছে এই মেলায়। আম মেলায় প্রায় ৮ টন আম তার মধ্যে শুধু মালদা জেলার প্রায় চার টন আম বিক্রি হয়ে গিয়েছে।

No comments:

Post a Comment

Adbox