পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বৃদ্ধার নাম রিতা বনিক, বয়স ৭৫ বছর। ওই বৃদ্ধা একাই থাকতেন বাড়িতে বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাড়ির পাশে থাকতেন ওই মৃত বৃদ্ধার দাদা সহ তার পরিবারের সদস্যরা। মৃত বৃদ্ধার দাদা অরুণ কান্তি বনিক জানান, আজ সকালে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। বাড়ির জানালা খুলতে দেখা যায় ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে রয়েছে ওই বৃদ্ধা।
খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


No comments:
Post a Comment