Breaking

Thursday, June 8, 2023

ভয়াবহ অগ্নিকাণ্ড গাজোলে !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- গাজোলে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে, গাজলের পাওয়ার হাউস ধর্মতলা এলাকার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত বারোটা নাগাদ এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার খবরে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে। আগুন দ্রুত একটি কাঠের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ খবরে জানা যায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

তবে আগুনে হতাহতের কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায় না। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা যায় আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আটটির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠের দোকান এবং স্টিল ফার্নিচারের দোকান বেশি ছিল। 

তবে শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লাগেনি এমনটাই দাবি করছেন দোকানদাররা এবং তারা অভিযোগ করছেন কেউবা কারা এই আগুন লাগিয়েছে বলে তারা সন্দেহ করছেন। পিছনের একটি ঝোপ জঙ্গল থেকে এই আগুনটি ছড়িয়ে পড়ে দোকানগুলিতে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কোটি টাকা। 

No comments:

Post a Comment

Adbox