Breaking

Thursday, June 8, 2023

সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির বিরোধিতা করে আন্দোলনে নামলেন কৃষ্ণপল্লী বাপুজী কলোনির বাসিন্দারা !

নিজস্ব প্রতিনিধি, মালদা :- সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির বিরোধিতা করে আন্দোলনে নামলেন ইংলিশ বাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাপুজী কলোনির বাসিন্দারা। জানা যায়, ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে ২৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাপুজি কলোনী এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সেইমতো বৃহস্পতিবার পৌর আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকায় থাকা একটি শিশু উদ্যান পরিদর্শনে যান। জানা যায় এই জায়গাতেই তৈরি করা হবে পৌরসভার উদ্যোগে প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু ওয়ার্ড বাসীরা তাতে বাধা দেয়। 

ওয়ার্ড বাসীদের অভিযোগ তারা সুস্বাস্থ্য কেন্দ্র চায় না। তাদের শিশু উদ্যানই ভালো। যদিও এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী জানান, এটি একটি ভালো কাজ। সংশ্লিষ্ট এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে এর থেকে ভাল কাজ আর কি হতে পারে। 

No comments:

Post a Comment

Adbox