Breaking

Monday, December 6, 2021

শীতে এক দিনে বেরিয়ে আসুন ফুলের উপত্যকা "ক্ষীরাইয়ে"

নিজস্ব প্রতিবেদন, আমার কলম :-  সামনেই শীত আর এই শীতে একদিনের উইকেন্ড - এ বেড়িয়ে আসুন ফুলের উপত্যকা "ক্ষীরাইতে"। মূলত বাড়ির কাছেই পূর্ব মেদিনীপুরে কংসাবতী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট ফুলের রাজ্যটি। ক্ষীরাই স্টেশন থেকে আপনি যেদিকেই তাকাবেন শুধুই চোখে পড়বে ফুল আর ফুল। গাঁদা, চন্দ্রমল্লিকা, রজনী, মোরগ ফুলের দেশ এটি। যা দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আপনার, তাই এক দিনের ছুটিতে বেরিয়েই আসতে পারেন ফুলের রাজ্য ক্ষীরাইয়ে। তবে ছবি তোলার অতি উৎসাহে ফুলের বাগানে প্রবেশ না করাই ভালো। কারণ এতে ফুলের চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
কি ভাবে যাবে যাবেন এই ফুলের রাজ্য ক্ষীরাইতে-
------------------------------------------------------------------
হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের বালিচক, খড়গপুর বা মেদিনীপুর লোকালে করে চলে যান ক্ষীরাই স্টেশনে। মনে রাখবেন পাঁশকুড়া স্টেশনের পরেই পড়বে এই ক্ষীরাই স্টেশন। আর ক্ষীরাই স্টেশনে নেমে পাশকুড়ার দিকে রেল লাইন বরাবর হেঁটে গেলেই মিলবে ফুলের উপত্যকা "ক্ষীরাই"। পাশাপাশি পাশকুড়া রেল স্টেশনে নামে টোটোয় করে পৌঁছে যেতে পারেন ফুলের উপত্যকা ক্ষীরাইতে। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১০ টাকা করে।

পাশাপাশি কলকাতা থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে মেছেদা, পাশকুড়া ক্রস করে বাম হাতে গেলেই পৌঁছে যাবেন ক্ষীরাইতে।

খাওয়া, দাওয়া --
----------------------
এখানে গেলে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াই ভালো। কারণ ক্ষীরাই স্টেশনে আপনি কোন খাবারের দোকান পাবেন না। তবে শীতকাল উপলক্ষে ওই এলাকায় পেয়ে যাবেন কিছু স্থানীয় দোকান। চাইলে সেখানে কিছু খেয়ে নিতে পারেন। পাশাপাশি "ক্ষীরাই" ও সংলগ্ন পাঁশকুড়ার চপ খেতে কিন্তু ভুলবেন না। এই অঞ্চলের চপ কিন্তু স্বাদে অতুলনীয়।

তাই আর দেরি না করে হাতে এক দিনের ছুটি পেলে বেরিয়ে আসুন ফুলের উপত্যকা "ক্ষীরাইতে"।


No comments:

Post a Comment

Adbox