Breaking

Monday, December 6, 2021

১৬ নম্বর জাতীয় সড়কের খলিসানি কালিতলায় উল্টে গেল লরি

নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া :- দীর্ঘদিন ধরেই বেহাল খান খণ্ডে পরে রয়েছে ১৬ নম্বর জাতীয় সড়কের খলিসানি কালিতলা সংলগ্ন জাতীয় সড়কের সার্ভিস রোডটি। আর সেই সার্ভিস রোডের মধ্যেই সোমবার উল্টে গেল একটি খড় বোঝাই লরি। আর এঘটনায় অল্প বিস্তর আহত হয় ওই লরিটির চালক।


তাকে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয় চিকিৎসকেরা। যদিও পরে পুলিশের পক্ষ থেকে ক্রেন এনে উল্টে যাওয়া ওই খড়ের লরিটিকে ঘটনাস্থল থেকে তোলা হয়। এদিকে এঘটনার জেরে বেশ কিছুক্ষণ সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন খলিসানি কালিতলায়। আর এবিষয়েই এদিক এক স্থানীয় মানুষ বলেন, ১৬ নম্বর জাতীয় সড়কের খলিসানি কালিতলায় জাতীয় সড়কের দুদিকের সার্ভিস রোডটি বেহাল অবস্থায় খানা খণ্ডে ভোরে রয়েছে। আর তার জেরে প্রায়শই ঘটছে দুর্ঘটনার ঘটনা। 

No comments:

Post a Comment

Adbox