Breaking

Sunday, December 5, 2021

বাস ও টাটা সুমো সংঘর্ষে আহত-১৫

নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া : বাস ও টাটা সুমোর সংঘর্ষে গুরুতর আহত হলো ১৫ জন। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-রানীহাটি রাজ্য সড়কের মধ্যে অবস্থিত চাখালার কাছে। 



সূত্র মারফত জানা গেছে এদিন সাঁকরাইল আমতা রুটের একটি বাস আমতার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় উল্টো দিক থেকে একটি টাটা সুমো দ্রুত গতিতে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাসটিতে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় আমতা থানার পুলিশ। তারা স্থানীয়দের সহযোগিতায় সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় আমতা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে পড়ে বেশকিছু আহত যাত্রীদের স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে, বলে জানা গেছে। 

No comments:

Post a Comment

Adbox