Breaking

Sunday, December 5, 2021

এই শীতের মরসুমে উলুবেড়িয়ার "গরচুমুক" পর্যটন কেন্দ্রে দেখা মিলতে পারে বাঘ, জেব্রার

নিজস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া: শীত মানেই একটু ঘোরা, বেড়ানো, বনভোজন। আর সেই শীতে উলুবেড়িয়া তথা হাওড়া জেলার মানুষের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো উলুবেড়িয়ার গরচুমুক পর্যটন কেন্দ্র। প্রসঙ্গত ১৯৯১ সালে হাওড়া জেলা পরিষদের উদ্যোগে দামোদর ও রূপনারায়ণ নদের তীরে তৈরি হয় এই পর্যটন কেন্দ্রটি। মূলত হরিণ ক্ষেত্রের জন্যই পর্যটন প্রেমীদের কাছে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি।

তবে এবার এই শীতে এই পর্যটন কেন্দ্রে দেখা মিলতে পারে বাঘ, জেব্রা, কুমির সহ একাধিক পশুর। জানা গেছে রাজ্য সরকার ও হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে মিনি চিড়িয়াখানা হিসাবে সাজিয়ে তোলা হচ্ছে এই পর্যটন কেন্দ্রটিকে। ইতিমধ্যে ওই পর্যটন কেন্দ্রের মধ্যে শুরু হয়েছে বাঘের জন্য এনক্লোজার তৈরি সহ অন্যান্য কাজও। 

তাই সবকিছু ঠিকঠাক থাকলে এই শীতেই গরচুমুক পর্যটন কেন্দ্রে শোনা যেতে পারে বাঘের গর্জন, সাথে দেখা মিলবে, জেব্রা, লেপাট, কুমির, হরিণ সহ নানা ধরনের পাখির। ফলে এই শীতে পর্যটন সমাগমে ভরতে চলেছে গরচুমুক পর্যটন কেন্দ্র তা বলাই বাহুল্য।  

No comments:

Post a Comment

Adbox