Breaking

Sunday, December 5, 2021

কোথায় আছে "JAWAD"

নিজেস্ব প্রতিবেদন: শক্তিক্ষয় করে  ঘূর্ণিঝড় "জাওয়াদ" পরিণত হয়েছে শক্তিশালী নিম্নচাপে। কিন্তু বর্তমানে বিশাখাপত্তনাম থেকে ১০৭ কিমি, গোপালপুর থেকে ১২৭ কিমি, পুরী থেকে ১৭৭ কিমি দূরে, ও পাড়াদ্বীপ থেকে ২৬৭ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় "জাওয়াদ"।

No comments:

Post a Comment

Adbox