Breaking

Wednesday, April 6, 2022

বিবাহিত মহিলাদের ৫ দিন নগ্ন থাকতে হয় এখানে!

ডেস্ক রিপোর্ট :- পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির মানুষের বসবাস। আর বিভিন্ন জাতির বিভিন্ন রকমের রীতি রেওয়াজও আছে। আজ আপনাদের সামনে এমনই একটি আজব অদ্ভুত রীতি রেওয়াজও এর কথা জানানো। 

হিমাচল প্রদেশের মনিকরণ ঘাটির কাছে অবস্থিত একটি গ্রাম হল পিনি গ্রাম। আর আজব রীতি রেওয়াজ এর প্রচলন রয়েছে এখানে বসবাসকারী উপজাতিদের মধ্যে। তারমধ্যেই অন্যতম একটি রীতি হল, এই গ্রামের সমস্ত বিবাহিত মহিলাদের টানা ৫ দিন নগ্ন অবস্থায় থাকতে হয় বর্ষাকালের একটি নির্দিষ্ট সময়। 

এই সময়ের মধ্যে পোশাক পরতে পারেন না তাঁরা। এমনকি স্বামীর মুখও তাঁরা দেখতে পারেন না এই সময়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এইরকম আজগুবি রীতি রেওয়াজ প্রচলিত এখানকার উপজাতিদের মধ্যে? 

গ্রামের মানুষজন বিশ্বাস করেন, তাদের সম্প্রদায়ের ক্ষতি হবে যদি তাঁরা এই রীতি পালন না করে। তাদের বিশ্বাস, ভগবান তাদের অভিশাপ দেবেন, এই রীতি না মানা হলে। 

No comments:

Post a Comment

Adbox