ডেস্ক রিপোর্ট :- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের বিরুদ্ধে, কোভিড বিধি লঙ্ঘন করে, হলদিয়ায় ২০০ থেকে ২৫০ জন লোকের জমায়েত করার অভিযোগ ওঠে।
আর এই ঘটনার কারণে এই দু'জনের বিরুদ্ধে দুর্গাচক থানায় মামলা রুজু করা হল। পুলিশ এরপরেই রাজ্যের বিরোধী দলনেতাকে থানায় তলব করল।
এদিকে, হাইকোর্ট থেকে রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন তাকে ডেকে পাঠানো হল, তা জানতে শুভেন্দু মঙ্গলবার পালটা চিঠি পাঠালেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি হলদিয়ার দুর্গাচকে গত ১৬ মার্চ এই মিছিল করেছিল।


No comments:
Post a Comment