প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মঙ্গলবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান স্কোর বোর্ডে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে জিতে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই ম্যাচে ৪ উইকেটে জয়ী হয়। জস বাটলার এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেলেছেন। বাটলার ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত থেকেছেন। বাটলার তার এই ইনিংসে ৬ টি ছক্কা হাঁকান। এদিন বাটলার আইপিএলে ১০০ টি ছয়ের অধিকারী হলেন।
আরসিবি ওপেনার ফাফ ডুপ্লেসিস (২৯ রান) ও অনুজ রাওয়াত (২৬ রান) প্রথমে ইনিংসের শুরুটা ভালোই করে। কিন্তু তাদের আউট হওয়ার পর বিরাট কোহলি এই ম্যাচে মাত্র ৫ রান করে রান আউট হয়ে যান। ফলে আরসিবির জয়ের আশা ফুরিয়ে আসছিল।
কিন্তু এমন সময় শাহবাজ আহমেদ ও দীনেশ কার্তিক এর দুর্দান্ত দায়িত্বপূর্ণ ব্যাটিং আরসিবিকে জয় এনে দিলো। শাহবাজ এই ম্যাচে ২৬ বলে ৪ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে করেন মূল্যবান ৪৫ রান। দীনেশ কার্তিক ২৩ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে করেন অপরাজিত ৪৪ রান। এই দুই ব্যাটসম্যান এর ঝোড়ো ব্যাটিংয়ে কুপোকাত হয়ে যায় রাজস্থান রয়্যালসের বোলিং।


No comments:
Post a Comment