ডেস্ক রিপোর্ট :- নগ্নতা, কামনা, অন্তরঙ্গতা, শরীরী সম্পর্কে নিজেকে সমর্পণ করেছিলেন টলিউড নায়িকা পাওলি দাম ছত্রাক সিনেমায়।
সংবাদমাধ্যকে অভিনেত্রী এদিন এবিষয়ে জানান, ছোট থেকে পাশ্চাত্যের ছবি দেখতে দেখতে পর্দায় নগ্নতা দেখা ও দেখানো নিয়ে কোন রকম আড়ষ্টতা নেই তাঁর।
তিনি এও জানান, পরবর্তীতে যদি এমন কোনও নগ্ন দৃশ্য তাঁর আত্মা, মন ও শরীর একই জায়গায় এসে মেলে তাহলে তাতেও অভিনয় করবেন তিনি।
No comments:
Post a Comment