Breaking

Monday, March 14, 2022

গোয়ার মুখ্যমন্ত্রী দিলেন ইস্তফা

ডেস্ক রিপোর্ট :- গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ইস্তফা দিলেন। এটি প্রথা মাফিক ইস্তফা, নতুন সরকার গঠনের আগে। ততদিন তিনি তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালাবেন, যতদিন না সেরাজ্যে নয়া সরকার গঠন হচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, সর্বাধিক আসন জিতলেও বিজেপি, সংখ্যাগরিষ্ঠতা পায়নি গোয়ায়। গোয়ায় বিজেপিকে সমর্থন দিয়েছেন নির্দল বিধায়করা। তাই আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্ব দ্রুত সরকার গঠনের পথে এগোবে। 

No comments:

Post a Comment

Adbox