Breaking

Monday, March 14, 2022

সুপারহিরো মুভি 'কৃষ ৪' কবে আসছে ?

ডেস্ক রিপোর্ট :- ২০০৬ সালে মুক্তি পেয়েছিল 'কৃষ'। মুক্তির পরেই এই ছবি বক্স অফিস কাপিয়েছিল। হৃতিক রোশন স্বয়ং নিজে এই সুপারহিরো সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও ঘোষণা করে জানিয়েছিলেন। সেই মতোই এবার আসতে চলেছে 'কৃষ ৪'। হৃতিক রোশন ও রাকেশ রোশন দু'জনেই ছবির যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 

চলতি বছরের জুন মাস থেকেই এই ছবির প্রি - প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তবে হৃতিক রোশনের সঙ্গে কোন অভিনেত্রী স্ক্রিন শেয়ার করবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

No comments:

Post a Comment

Adbox