ডেস্ক রিপোর্ট :- পুরুষের বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ থাকে। কিছু অভ্যাস এই সমস্ত সমস্যার সৃষ্টির কারণ হয়ে থাকে। জেনে নিন সেই সমস্ত কারণগুলি।
১) ধূমপান, দ্রুত কমিয়ে দিতে পারে, পুরুষদের ফার্টিলিটি। তাই সচেতন হোন এব্যাপারে।
২) বিশেষজ্ঞরা, মদ্যপানের অভ্যাস নিয়ন্ত্রণে আনতে বলছেন, পুরুষদের। মেল ফার্টিলিটি কমে যেতে পারে এর কারণে।
৩) শরীরের ওজন বেশি না থাকাই ভালো, থাকলে কমানোর চেষ্টা করুন। মেল ফার্টিলিটি কমে যেতে পারে, বেশি ওজন এর কারণে।
৪) পুরুষদের বীর্যের মান খারাপ হয়ে যেতে পারে, বেশি মাত্রায় দুশ্চিন্তা করলে। যৌন ইচ্ছাও এর ফলে কমে যেতে পারে।
No comments:
Post a Comment