Breaking

Monday, March 14, 2022

আম আদমি পার্টি এবার নামলো বাংলা দখলের লড়াইয়ে

ডেস্ক রিপোর্ট :- পঞ্জাবের পর, আম আদমি পার্টির এবার পাখির চোখ 'বাংলা'। কলকাতার গিরিশ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত আম আদমি পার্টির সমর্থকরা মিছিল করেন। রবিবাসরীয় বিকেলের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'পদার্পণ যাত্রা'। দলের নেতা ও কর্মীরা এই কর্মসূচিতে পা মেলালেন। 

আম আদমি পার্টি, আগামী বছর বাংলার পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে। অরবিন্দ কেজরিওয়াল, বাংলায় দলকে ছড়িয়ে দিতে চান পঞ্চায়েত ভোটকে সামনে রেখে। সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox