প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : ভারতীয় ক্রিকেটের টেস্ট দলের অন্যতম সেরা অধিনায়ক বিরাট কোহলী। টি-২০ বিশ্বকাপের আগেই বিরাট টি - টোয়েন্টি ফরম্যাট এর অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। টি - টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ব্যর্থতার পর অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তারপর বিরাট এর কাছ থেকে একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব এর দায়িত্ব কেড়ে নেওয়া হয়। বিরাট এর উপর ছিল শুধুমাত্র টেস্ট ক্রিকেটের দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর বিরাট কোহলী শনিবার টুইটারে একটি পোস্ট করে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিরাট কোহলী টুইটারে একটি বিবৃতিতে লিখে জানিয়েছেন, গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম করেছি। একটানা ধৈর্য দেখিয়ে একটা সঠিক দিকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই কাজ করেছি। কোনো কিছুই বাদ রাখিনি। কিন্তু এক সময় একটা স্তরে এসে সবকিছুই থেমে যায়। আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়। আমার এই যাত্রাপথে অনেক উত্থান ও কিছু পতন হয়েছে। কিন্তু কখনই চেষ্টার খামতি থাকেনি। সবসময় নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। আর যদি সেটা করতে না পারি, তাহলে আমি জানি এটি সঠিক কাজ নয়। আমি দলের প্রতি অসৎ হতে পারবো না।
বিরাট আরো লেখেন, রবি শাস্ত্রী ও অন্যান্য সাপোর্ট স্টাফদের প্রশংসা প্রাপ্য। ভারতীয় ক্রিকেট দল যেভাবে একটা গাড়ির মতো ধারাবাহিকভাবে উপরের দিকে উঠেছে, সেই গাড়ির ওরা সবাই ইঞ্জিন ছিলেন। আমার দর্শনকে সত্যি করার জন্য তোমাদের সকলের ভূমিকা অপরিসীম।
বিরাট এর লেখায় উঠে এসেছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথা। বিরাট তার বিবৃতিতে ধোনিকে সবচাইতে বেশি ধন্যবাদ জানিয়েছেন। বিরাট লিখেছেন, ধোনিকে সবচাইতে বেশি ধন্যবাদ আমাকে ভারতের অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। ধোনি আমার প্রতি বিশ্বাস দেখিয়েছিল, আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
ক্রিকেট বিশেষজ্ঞরা, ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্বের মুকুটকে বলে থাকেন কাটার মুকুট। আর বিরাট কোহলী সেই কাটার মুকুট খুলে দিলেন। তিনি ভারতীয় দলের একজন সদস্য হিসেবেই খেলতে চান। বিরাট এর বরাবরই স্বপ্ন পৃথিবীর সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর এবার অধিনায়কত্বের চাপ ছেড়ে বিরাট নিজেকে সেই পথেই পরিচালিত করবে। বেশ কিছু সময় ধরে বিরাট এর ব্যাট থেকে কোনো শতরান আসেনি। বিরাট এখন সবকিছু ভুলে তাহলে কি শুধু মাত্র নিজের ব্যাটিং এর উপর মনোনিবেশ করবেন? অন্যদিকে টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবে সেটাও একটা বড়ো প্রশ্ন?
No comments:
Post a Comment