নিজস্ব প্রতিবেদন, হাওড়া : সারা দেশের পাশাপাশি এরাজ্যেও বৃদ্ধি পেয়েছে কোভিডের সংখ্যা। আর করোনার সেই সংক্রামনের উপর রাশ টানতে গত ৩ রা জানুয়ারি রাজ্যে জারী হয় কোভিডের বেশ কিছু বিধি নিষেধ। এদিকে সেই বিধি নিষেধে আবারও বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে বেশ কিছু ক্ষেত্রে বাড়তি ছাড় সহ রাজ্যে কোভিডের বিধি-নিষেধের মেয়াদ আরো ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে জারি থাকবে কোভিডের বিধি নিষেধ। শনিবার নবান্নের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনি জানানো হয়েছে বলে খবর।
তবে নতুন নির্দেশিকায় বিয়ে ও মেলা আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিয়ে বাড়ি বা বিয়ে সংক্রান্ত যে কোন অনুষ্ঠানের ক্ষেত্রে একই সময় সর্বোচ্চ ২০০ জনকে আমন্ত্রণের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত সামনেই বিয়ের মরসুম আর এই সময় রাজ্যের ক্যাটারিং ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখে। আর সেই কথা মাথায় রেখেই সম্ভাব্যত বিয়ে বাড়ির ক্ষেত্রে ২০০ জনকে ছাড় দেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পাশাপাশি খোলা আকাশের নিচে বা খোলা মাঠে মেলা করা যাবে বলেও এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে মেলা করার ক্ষেত্রে কঠোর ভাবে মেনে চলতে হবে করোনা সংক্রান্ত সরকারের যাবতীয় বিধি নিষেধ। তবে নতুন বিজ্ঞপ্তিতে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই বিধি নিষেধ। পাশাপাশি ওই সময় কেলে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজজ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি জিম, সুইমিং পুলও সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অর্ধেক কর্মীর হাজিরা নিয়ে চলবে সরকারি অফিস সহ অন্যান্য দপ্তর। তবে আগের মতোই রাজ্যে ৫০ শতাংশ ক্রেতা নিয়ে খোলা থাকবে সেলুন। পাশাপাশি ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত দশটা পর্যন্ত রাজ্যে চলাচল করবে লোকাল ট্রেন পরিসেবা। তবে আগের মতোই রাজ্যে বহাল থাকছে নাইট করফিউয়ের সময় সীমা। পাশাপাশি এই সময় কালে রাজ্যে বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ সমস্ত পিকনিক স্পট।
এদিকে মেলার ক্ষেত্রে কোভিড বিধি নিষেধে কিছুটা ছাড় দেওয়ায় কোভিডের বিধি নিষেধ মেনে রাজ্যে এবার অনুষ্ঠিত হতে পারবে বহু মেলা এমনটাই মনে করছে বহু মেলা প্রেমী মানুষ।
No comments:
Post a Comment