তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে উপস্থিত ৪৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী উদয়
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা-র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে সমস্ত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের প্রচার জোরকদমে শুরু করেছেন।
আর শনিবার আসানসোল পৌর নিগম নির্বাচনকে ঘিরে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত করলো রাজ্যের ক্ষমতাশীল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। আসন্ন আসানসোল পৌর নিগম এর ১০৬ টি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হলো। শনিবার আসানসোলের কল্যাণপুর বেসরকারি কনিউনিটি হলে এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আসানসোল পৌর নিগমের নির্বাচনে পুনরায় ক্ষমতায় এলে আরও অনেক বেশি উন্নত পরিষেবা প্রদান করবে বলে জানানো হয়।
এদিনের নির্বাচনী ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের ভারপ্রাপ্ত পূর্ত ও আইন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক উজ্জ্বল চ্যাটার্জী। এডিডিএ চেয়ারম্যান ও রাণীগঞ্জ এর বিধায়ক তাপস ব্যানার্জী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটক, অশোক রুদ্র সহ পুর নিগমের ১০৬ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৪৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী উৎপল রায় (উদয় রায়)। তিনি জোর কদমে তার প্রচার শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এদিন তিনি জানান, আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নকে দেখে তৃণমূলকে ভোট দেবে। আমরা সরকারি করোনা বিধি মেনেই আমাদের প্রচার চালাচ্ছি। আমরা ডোর টু ডোর ৫ জন করে কর্মী সমর্থকদের নিয়ে আমাদের প্রচার চালাচ্ছি। প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছি। তাই জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ রূপে আশাবাদী।
No comments:
Post a Comment