নিজস্ব প্রতিনিধি, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী হলেন ভৃগু ঠাকুর। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে।আজ মঙ্গলবার আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে সামিল হলেন মেদিনীপুরের এম পি তথা বিজেপির সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট দিলীপ ঘোষ। এদিন সকালে কিছু কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৪১ নম্বর ওয়ার্ডের নুরুদ্দিন রোড এলাকায় 'চায় পে চর্চা' তে সাংগঠনিক চর্চা ও আসন্ন নির্বাচনকে ঘীরে রণ কৌশল সাজালেন বিজেপি নেতৃত্বরা।
৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুর জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি আরো জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন আর জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানিয়েছেন।
এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, সারা রাজ্যে শাসক দলের সন্ত্রাস অব্যাহত তা সত্বেও এই আসানসোলের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি জিতেছে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের সন্ত্রাস আরো বেড়েছে। কিন্তু বিজেপি জানে কিভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হয়। আসানসোলের এই ৪১ নম্বর ওয়ার্ডেও বিজেপি জিতেছিল। মানুষ কিভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যাবস্থা আমরা করবো। আসানসোলের উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, এখানে কোনো উন্নয়ন হয়নি। ড্রেন আছে কিন্তু তা পরিষ্কার নয়, রাস্তা ঘাটের দুরবস্থা। মানুষ এখানে কোন পরিষেবায় পায়না। এখানের কর্পোরেশন থাকলেও, কোন কাজই করেনা। মানুষের আশীর্বাদে আমরা যদি বোর্ড গঠন করতে পারি তাহলে আমরা আসানসোলের সামগ্রিক উন্নয়ন করবো।
No comments:
Post a Comment