Breaking

Tuesday, January 11, 2022

Attraction : কোন কোন রাশির মেয়েদের আকর্ষণ ক্ষমতা বেশি জানেন?

নিজস্ব প্রতিবেদন, আমার কলম : প্রায় প্রত্যেক দিনই আমরা কম বেশি নজর রেখে থাকি আমাদের দৈনিক রাশিফল এর দিকে। আমাদের অনেকেরই বিশ্বাস যে জন্ম রাশি অনুযায়ী জাতক জাতিকাদের চরিত্র, কথা বলা ইত্যাদি বিভিন্ন চারিত্রিক গুণাবলী বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমাদের অনেকেরই অজানা যে কিছু রাশির মেয়েরা অন্যান্য রাশির মেয়েদের থেকে অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। সেটা তাদের সৌন্দর্য হোক কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য। মোট ১২ টি রাশির মধ্যে এমন টি রাশির জাতিকাদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। খুব শীঘ্রই ছেলেদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তাদের সুমধুর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য। তাহলে আসুন জেনে নেওয়া যাক ঠিক কি কি গুণাবলীর কারণে এই ৪ রাশির জাতিকারা অন্যান্যদের তুলনায় বেশি আকর্ষণীয়। 

১) মেষ রাশি - 
প্রথমেই আসা যাক মেষ রাশির জাতিকাদের কথায়। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতিকারা পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। এই রাশির জাতিকারা নিজেদের জন্য একটা নিজস্ব পরিচয় তৈরি করে নিতে পারে। এই রাশির মেয়েরা সবার থেকে একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। এদের রূপ, কথা বলা, পোশাক সব ব্যাপারেই থাকে একটা অন্য আঙ্গিক। এই রাশির মেয়েদের কথা বলার ধরন মুগ্ধ ও আকৃষ্ট করে থাকে সকলকে। ফলে স্বাভাবিকভাবেই ছেলেরা এদের প্রেমে পড়ে যায়। 

২) বৃষ রাশি - 
এবার আসা যাক বৃষ রাশির জাতিকাদের কথায়। এদের প্রধান আকর্ষণীয় বিষয় হলো এদের ব্যক্তিত্ব। এই রাশির জাতিকারা পোশাকের ব্যাপারে খুবই যত্নশীল হয়ে থাকে। এরা অধিক পরিমাণে আর্থিক খরচ করে থাকে। তবে এরা খুবই বুদ্ধিমান ও গুণবান হয়ে থাকে। এদের তীক্ষ্ণ বুদ্ধি ও ব্যক্তিত্বের জন্য পুরুষদের কাছে পছন্দের হয়ে থাকে। এই কারণেই ছেলেরা এদের প্রেমে পড়ে যায়। 

৩) মিথুন রাশি - 
এবার আসা যাক মিথুন রাশির জাতিকাদের কথায়। এরা সুন্দর গুছিয়ে কথা বলায় খুবই পটু। এদের কথার প্রেমে পড়ে যায় সকলে। এদের আচরণের মধ্যে একটা মধুর ভাব লক্ষ্য করা যায়। এই জাতিকাদের মধ্যে প্রেমের একটা ভাব লক্ষ্য করা যায় সবসময়। যে কাজটা করার সিদ্ধান্ত এরা একবার নিয়ে নেয়, সেটা এরা করবেই। সুতরাং এদের প্রেমে ছেলেরা খুব সহজেই পড়ে যায়। 

৪) ধনু রাশি - 
এবার আসা যাক ধনু রাশির জাতিকাদের কথায়। এদের স্বভাব ও কথা বলার ধরণ খুবই সুন্দর হয়ে থাকে। যা আকর্ষণ করে সকলকে। এরা সৌন্দর্যের দিক থেকেও কোনো অংশে কম নয়। এদের চরিত্রের মধ্যে সব সময় হাসি খুশি ভাব দেখা যায়। এদের এই একাধিক গুণের ফলে ছেলেরা এদের প্রেমে পড়ে যায়। এছাড়া এদের চরিত্রের মধ্যে একটা দৃড়তা ভাব লক্ষ্য করা যায়। 

No comments:

Post a Comment

Adbox