Breaking

Tuesday, January 11, 2022

রবিবাসরীয় দিনে ডোর টু ডোর প্রচার সারলেন অভিজিৎ ঘটক

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৫০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হলেন অভিজিৎ ঘটক। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে।আজ তার বাসস্থান ৫০ নম্বর ওয়ার্ডের চেলিডাঙ্গায় ৫ জন সমর্থক কে সাথে নিয়ে ডোর টু ডোর প্রচার করলেন। 

তিনি জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন আর জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানিয়েছেন। রবিবার ডোর টু ডোর প্রচার করলেন কোভিড বিধি মেনে। তিনি আরো জানান, আমরা এই পরিস্থিতিতে কোনো বড়ো সভা করতে পারছিনা। ফলে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আমাদের প্রচারের উপর জোর দিচ্ছি। এছাড়াও ব্যানার ও পোস্টারিং এর মাধ্যমেও আমরা প্রচার চালাচ্ছি। 

No comments:

Post a Comment

Adbox