রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আর কয়েক দিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের চার পৌর নিগমের নির্বাচন। যার মধ্যে অন্যতম আসানসোল পৌর নিগমের নির্বাচন।
আর আসন্ন আসানসোল পৌরনিগম নির্বাচনের আগে শুক্রবার নিজেদের ইস্তাহার প্রকাশ করলো বামেরা। শুক্রবার আসানসোলের আপকার গার্ডেনে অবস্থিত সিপিএমের দলীয় কার্যালয় থেকে এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন বাম নেতৃত্ব। যেখানে বামেরা বলেন আসানসোল পৌরনিগমে তারা ক্ষমতায় এলে রানিগঞ্জ, জামুরিয়া, কুলটিকে পুরানো পুরসভায় ফিরিয়ে আনার প্রস্তাব নেওয়া হবে।
এর পাশাপাশি তাদের ইস্তেহারে আরও বলা হয় যে, আসানসোল পৌর নিগমের ১০৬ টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটি গঠন করে উন্নয়ন করা হবে গোটা পৌর এলাকায়। এমনকি রানিগঞ্জ ও জামুরিয়াকে নিয়ে পৃথক মহকুমা করার প্রস্তাব নেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের ইস্তাহারে। এদিকে বামেদের প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে মোট ২১ টি প্রস্তাব নেওয়া হয়েছে।
এর পাশাপাশি আসানসোল পৌরনিগম নির্বাচনে ১০৬ টি ওয়ার্ডের মধ্যে বামেরা ১০৫ টি ওয়ার্ডে তাদের প্রার্থী দিয়েছেন বলেও এদিন জানান বাম নেতৃত্ব। আর এদিনের এই নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, সিপিআই নেতা রামচন্দ্র সিং, ফরওয়ার্ড ব্লক নেতা ভবানী আর্চায্য সহ অন্যান্য বাম নেতৃত্ব।
No comments:
Post a Comment