প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ২ উইকেটে ১০১ রান। কেপ টাউনে টেস্ট ম্যাচ জিতে সিরিজ জয় করার জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল আরো ১১১ রানের। হাতে ছিল ৮ টি উইকেট।
এই টেস্ট ম্যাচে প্রোটিয়াদের জয়ের রাস্তাটা সহজই ছিল। ভারতীয় বোলাররা এদিন অনেক চেষ্টার পরও ভারতের পক্ষে ম্যাচ আনতে পারেনি। দক্ষিণ আফ্রিকার সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয় আর তার সাথে সিরিজ জেতে ২-১ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের জন্য টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই রইলো বিরাট বাহিনীর।
চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার অপরাজিত ব্যাটসম্যান কিগান পিটারসেন ও রাশি ভ্যান ডার দুসেন ব্যাট করতে আসেন। পিটারসেন এই ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেন। পিটারসেন ১১৩ বলে ১০ টি চারের সাহায্যে করেন মূল্যবান ৮২ রান। পিটারসেন এই ইনিংসেও তার শতরান পূর্ণ করতে পারলেন না। পিটারসেনকে আউট করেন শার্দুল ঠাকুর। এরপর ক্রিজে ব্যাট করতে আসেন টেম্বা বাভূমা। দুসেন আর বাভূমা মিলে দক্ষিণ আফ্রিকার শিবিরে জয় নিয়ে আসেন। এইদিন আর কোনো উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা। দুসেন আর বাভূমা মিলে ভারতীয় বোলারদের ভালোই খেলেছে। দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ৬৩.৩ ওভার ব্যাট করে ৩ উইকেটে বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২১২ রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৭ উইকেটে জিতে নেয়। দুসেন ৪১ রান করে আর বাভূমা ৩২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
ভারতীয় বোলারদের সামনে কাজটা খুবই কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের জন্য ভারতীয় বোলারদের অসম্ভব কিছু করে দেখাতে হতো। এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় অধরা রইলো ভারতের। এই টেস্টে হারের জন্য ভারতীয় ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতাই কি দাই? সেই নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই গুঞ্জন। দ্বিতীয় ইনিংসে যেখানে শতরান পেলো ঋষভ, সেখানে অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যান বড়ো রান পেলো না।
অপরদিকে সত্যিই প্রশংসার দাবি রাখে ডিন এলগার এর দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ানে ভারতের কাছে হারের পরও অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে সিরিজ জয় করলো তারা। জোহানেসবার্গ এ দ্বিতীয় টেস্টে ও কেপ টাউনে তৃতীয় টেস্টে প্রায় অনায়াসেই ভারতকে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিং এর জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান কিগান পিটারসেনকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়েছে। একই সঙ্গে কিগান পিটারসেনকে 'প্লেয়ার অফ দ্যা সিরিজ' ও নির্বাচিত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরে বিশ্ব টেস্ট এর পয়েন্ট তালিকায় নিজে নামলো ভারত। পয়েন্ট তালিকায় ভারতের অবস্থান ছিল চারে, কিন্তু সিরিজ হেরে ভারতের অবস্থান এখন পাঁচে। অন্যদিকে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন পয়েন্ট তালিকার চারে।
ম্যাচের স্কোর কার্ড-
ভারত - ২২৩ ও ১৯৮
দক্ষিণ আফ্রিকা - ২১০ ও ২১২/৩*
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী। একই সাথে ২-১ এ সিরিজ জয় করে দক্ষিণ আফ্রিকা।
No comments:
Post a Comment