রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : সারা দেশেই পাশাপাশি এরাজ্যেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। আর তাই করোনা থেকে সাধারণ মানুষকে বাঁচাতে রাজ্য জুড়ে বেশকিছু বিধি নিষেধ জারি করেছে রাজ্য সরকার। আর সেই নির্দেশিকা বলেই রাজ্যে বন্ধ রয়েছে সমস্ত পর্যটন কেন্দ্র গুলি। কিন্তু এত কিছুর পরেও শুক্রবার আসানসোলে দেখা গেছে বক্স বাজিয়ে পিকনিক করতে চলেছে এক দল পর্যটক।
এদিকে এমন দৃশ্য পুলিশের নজরে আসতেই সক্রিয় হয় প্রশাসন। পর্যটক ভর্তি ওই গাড়িটিকে আটকায় পুলিশ। শুধু তাই নয় তাদের বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। যদিও ওই পর্যটকদের দাবি। সরকারি নির্দেশিকায় পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কথা বলা হলেও নদীর তীরে পিকনিক করা যাবে না তা স্পষ্ট করে কোথাও বলা নেই। আর তাই জন্যই আজ আমরা পিকনিক করতে বেরিয়েছিলাম।
No comments:
Post a Comment