রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শুক্রবার রাজ্যে পালিত হচ্ছে মকর সংক্রান্তির অনুষ্ঠান। আর তারই অঙ্গ হিসাবে এদিন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মকর সংক্রান্তি উৎসবটি। আর এই উৎসবকে কেন্দ্র করে দামোদর নদীতে স্নান করতে ভিড় জমায় বহু সাধারণ মানুষ। পাশাপাশি চলে মন্দিরে পূজা পাঠও। কিন্তু কোভিড সময়কালে এ বছর অন্য বছরের তুলনায় অনেকটাই ভিড় কম লক্ষ করা গেছে এই মকর সংক্রান্তিতে।
এদিকে এই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে দামোদর নদীর ধারে বসেছে মেলা। আর সেই মেলায় নানান ধরনের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। আর এই মকর স্নান করতে আসা ধর্মরাজ বিশ্বকর্মা নামের এক পূর্নার্থী বলেন, এই উৎসবের মহাতীয় অনেক। বিভিন্ন রাজ্যে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয়ে থাকে। এরাজ্যে তা মকর নামে পরিচিত। কোথাও কোথাও এই উৎসবকে আবার খিচুড়ি উৎসব বলেও পালিত হয়।
অন্যদিকে নমিতা দে নামের অপর এক পূর্নাথী বলেন, আজ মকর সংক্রান্তি তাই সকাল সকাল পূর্ন স্নানে চলে এলাম দামোদরে। এখন গিয়ে রয়েছে পূজা পাঠের অনুষ্ঠান। পাশাপাশি তিনি আরও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর লোক সংখ্যা অনেকটাই কম করোনার জন্য।
No comments:
Post a Comment