রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : তৃণমূল প্রার্থী ডা: দেবাশীষ সরকারের সমর্থনে নির্বাচনী সভা। রবিবার আসানসোল পৌর নিগমের ৮৪ নম্বর ওয়ার্ডের ইসমাইল মোড়ে তৃণমূলের সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক।
এ দিনের সভায় মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন ৮৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ডা: দেবাশীষ সরকার সহ তৃণমূলের নেতৃত্বেরা। পাশাপাশি বিজেপি ছেড়ে ৭৫ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে।
এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিনামূল্যে রেশন দেওয়া হয়,ভারতবর্ষের কোথাও দেওয়া হয়না। একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই দেওয়া হয়। আজকে মা বোনদের কারুর কাছে হাত পাততে হয়না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার কারুর হাতে নয় সোজা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। আজকে মেয়েদের পড়াশোনার জন্যে কন্যাশ্রী প্রকল্প করে যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে। পাশাপাশি কেন্দ্র কে কটাক্ষ করে বলেন আচ্ছে দিনের দুজন পুঁজিপতি আর একজন মোদি ফ্রেপবাজ,দুজন আদানি আরেজন আম্বানি। এতদিনে ভারতবর্ষের ব্যাংক গুলো ছিলো সরকারি। তিনি ভারতবর্ষের মানুষের জন্যে ভাবেননা কিন্তু সেই ব্যাংক গুলোকে প্রাইভেটের হাতে তুলে দিচ্ছে এই মোদি সরকার বলে জানান তিনি।
এদিন ৮৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী ডা: দেবাশীষ সরকার জানান, আজ দুটি গ্রুপের মাধ্যমে মূলত তৃণমূলে যোগদান করানো হয়। সুভাষ দাস এর নেতৃত্বে আসানসোল দক্ষিণ বিধানসভার ৮৪ নম্বর ওয়ার্ডের আনুমানিক ৩৫ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে জামুরিয়া বিধানসভা থেকে প্রায় ৪৫ জন বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। বিজেপি নীতি বলে কিছু নেই। তাই সমস্ত বিজেপি কর্মীরা আমাদের নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করছে। আর এই ওয়ার্ডে গত ১৫ বছর ধরে বিজেপি ক্ষমতায় ছিল কিন্তু এই ওয়ার্ডে কোন কাজই হয়নি রাস্তাঘাট ড্রেন কিছুর উন্নয়ন করা হয়নি। প্রচারে আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী।
No comments:
Post a Comment