Breaking

Sunday, January 30, 2022

মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হল DM অফিসে

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোলের কন্যাপুরে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে রবিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে মহাত্মা গান্ধীর প্রতিকৃত্বিতে মাল্যদান করা হয়। এদিন মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন পশ্চিম বর্ধমানের এ ডি এম ডাঃ অভিজিৎ সেভালে। আসানসোল রামকৃষ্ণ মিশনের দেবাক্ত্যানন্দজী মহারাজ সহ প্রমুখেরাও এদিন উপস্থিত ছিলেন।এদিনের প্রয়াণ দিবস অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে নানান আলোচনা করা হয়। সর্বধর্ম প্রার্থনা সভাও করা হয়। 
এদিন এ ডি এম ডাঃ অভিজিৎ সেভালে বলেন, আজ আমরা মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালন করলাম। আজকের দিনেই দেশের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী পরলোক গমন করেছিলেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের অনেক অফিসার ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। মহাত্মা গান্ধীর জীবনের মূল মন্ত্র হলো সত্য ও অহিংসা। আর এই সত্য ও অহিংসা সম্বন্ধে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আলোচনা করেন। আমরা কিভাবে আমাদের জীবনে এগুলি কাজে লাগাতে পারি সেই নিয়ে আলোচনা করা হয়। 

No comments:

Post a Comment

Adbox