Breaking

Sunday, January 30, 2022

বাউড়িয়াতে "হায়দার আজিজ সফি শিশু উদ্যান"-এর শুভ উদ্বোধনে রাজ্যের মন্ত্রী পুলক রায়

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম : উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডকে সুন্দর করে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পৌরসভা। এদিকে সামনেই উলুবেড়িয়া পৌর সভার নির্বাচন। আর তার আগে উলুবেড়িয়া বিভিন্ন জায়গাকে সাজাতে উদ্যোগী হয়েছে উলুবেড়িয়া পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সেই কাজের অঙ্গ হিসাবে উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে শিশু উদ্যান গড়ে তোলা হয়েছে। 
আর তারই অঙ্গ হিসাবে রবিবার বিকালে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌর সভার অন্তর্গত বাউড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের হাট বাউড়িয়ার হুগলী নদীর ধারে এক শিশু উদ্যান তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া পূর্বের প্রাক্তন প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফি - র স্মৃতির উদ্দেশ্যে ওনার নামানুসারে গড়ে তোলা হয়েছে "হায়দার আজিজ সফি শিশু উদ্যান"। 
আর উলুবেড়িয়া পূর্বের প্রয়াত বিধায়ক হায়দার আজিজ সফি - র স্বপ্নের শিশু উদ্যান এর আজ শুভ উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে তিনি ফিতে কেটে এই শিশু উদ্যানটির উদ্বোধন করেন। 
এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বর্তমান বিধায়ক বিদেশ বসু। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুরজিৎ দাস, শেখ আকবর, ইনামুর রহমান। 
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর স্বপ্না সেন, ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর আশা চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রিতা ব্যানার্জী সহ অন্যান্য সকল ওয়ার্ডের কো-অর্ডিনেটররা উপস্থিত ছিলেন। 
উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর সভাপতি অসিত ব্যানার্জী, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিশিষ্ট তৃণমূল নেতা ও সমাজসেবী বেনু কুমার সেন, সমাজসেবী বিশেষ বসু, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আকাশ রজক, প্রয়াত প্রাক্তন বিধায়ক হায়দার আজিজ সফির সহধর্মিনী ও তার সুযোগ্য পুত্র। 
মূলত প্রয়াত প্রাক্তন বিধায়ক হায়দার আজিজ সফির বিধায়ক উন্নয়নের তহবিলের ১৫ লক্ষ টাকা ব্যয়ে ও উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে তৈরি করা হয় এই শিশু উদ্যানটি। 
আর এদিনের এই শিশু উদ্যানের উদ্বোধনে এসে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, উলুবেড়িয়া পৌর এলাকায় প্রচুর কাজ করছে আমাদের সরকার। আগামী দিনে উলুবেড়িয়া বাসীর জন্য উলুবেড়িয়া পৌরসভার চেঙ্গাইলের গঙ্গার পারে তৈরি করা হবে দ্বিতীয় জল প্রকল্প। যার মাধ্যমে উলুবেড়িয়া পৌর এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে পানীয় জল। 
পাশাপাশি তিনি আরও বলেন, আগামী দিনে উলুবেড়িয়ায় আবার তৈরি হবে মা মাটি মানুষের পৌরসভা। 

No comments:

Post a Comment

Adbox