Breaking

Sunday, January 30, 2022

নিমেষের মধ্যে চুরি হয়ে গেলো মোটর সাইকেলটি, আতঙ্কিত রূপনারায়পুরের মানুষজন

রামকৃষ্ণ চ্যাটার্জী, সালানপুর : সালানপুরের রূপনারায়পুর অঞ্চল হয়েছে চোরের গড়।প্রায় দিনই চুরির ঘটনা সামনে আসছে।কখনো বাড়ির তালা ভেঙ্গে চুরি আবার কখনো মোটর সাইকেল।চোরেদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে রূপনারায়পুর বাসীরা।দিনের আলোয় যদি জনবহুল স্থান থেকে চুরি হয় তবে সাধারণ মানুষতো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে।এমনি এক ঘটনা ঘটলো শনিবার সন্ধ্যায় রূপনারায়পুর এলাকার এক ব্যাবসায়ী শ্রীকান্ত চন্দ্র নিজের হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার মোটর সাইকেলটি আবাসনের বাইরে হ্যান্ডেল লক করে চা খেতে বাড়ীর ভেতরে গিয়ে ছিলেন।চা খেয়ে তার দোকান যাবার জন্য বাইরে এসে তিনি দেখেন তার মোটর সাইকেল নেই।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রূপনারায়পুর ফাঁড়িতে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য মাত্র দু'দিন আগেই সালানপুর থানার অন্তর্গত মহিষামুড়ার কাছে ধুন্দাবাদের এক বাসিন্দার মোটরসাইকেল চুরি হয়।আর ওই থানা এলাকার একটি পুকুরে বিকেলবেলায় এক মহিলা স্নান করতে যাওয়ার সময় তার দুটি কান থেকে সোনার দুল ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।তার কান কেটে যায় এবং তিনি হাসপাতালে ভর্তি হন।এবং দিন দশেক আগেই রূপনগর থেকে একটি বাড়ির ভেতর থেকে মোটর সাইকেল নিয়ে দুষ্কৃতীরা পালায়। তার আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে মোটর সাইকেল এবং অনেকবার চুরি হয়েছে বাড়ির ভিতরে।এখন রূপনারায়পুরে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। 

No comments:

Post a Comment

Adbox