Breaking

Thursday, January 27, 2022

ওয়াগেন কলোনিতে তৃনমূলের যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের জন্মদিন পালন

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের ওয়াগেন কলোনিতে তৃণমূলের যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের জন্মদিন পালন করা হলো। বৃহস্পতিবার কেক কেটে তৃণমূলের উদ্যোগে এই জন্মদিন পালন করা হয়েছে।এদিনের অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রাবণী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।প্রসঙ্গত উল্লেখ্য, এদিন তৃণমূলের যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের জন্মদিন। সায়নী ঘোষ ১৯৯৩ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। এবছর সায়নী ঘোষের ২৯ তম জন্মদিন পালিত হলো ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ে। এছাড়াও এই দিনটিকে আসানসোলের বিভিন্ন এলাকায় তৃণমূলের উদ্যোগে পালন করা হয়েছে।এদিন ওয়াগেন কলোনিতে তৃণমূলের উদ্যোগে তৃণমূলের যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের ফোটো রেখে এবং কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। 
আর এপ্রসঙ্গে ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্রাবণী বিশ্বাস বলেন, আজ আমরা এই ওয়ার্ডের একটি দলীয় কার্যালয়ে সায়নী ঘোষের জন্মদিন পালন করলাম। আমরা সকল তৃণমূল কর্মীরা সায়নী দির দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। 

No comments:

Post a Comment

Adbox