Breaking

Thursday, January 27, 2022

বুধবার ডোর টু ডোর প্রচার সারলেন নির্দল প্রার্থী টুম্পা বাউড়ি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হলেন টুম্পা বাউড়ি। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। তিনি বুধবার, ১৭ নম্বর ওয়ার্ডে ৫ জন সমর্থককে সাথে নিয়ে ডোর টু ডোর প্রচার করলেন। তিনি জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন। আর জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন। নির্দল প্রার্থী বুধবার সন্ধ্যায় ডোর টু ডোর প্রচার করলেন কোভিড বিধি মেনে। 
এদিন টুম্পা বাউড়ি বলেন, আমি ১৭ নম্বর ওয়ার্ডের বড়িরা গ্রামেরই মেয়ে। আমি কোনো রাজনীতিতে যুক্ত ছিলাম না। তবে এলাকার উন্নয়ন হয়নি কয়েক বছর ধরে, তাই এই নির্দল প্রার্থী হয়ে আসানসোল পৌর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করলে আমি এলাকার উন্নয়ন করবো। তবে সবথেকে অসুবিধা এলাকায় পানীয় জলের সমস্যা। আমি নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করবো। বিশেষ করে আমাদের এখানকার জলের সমস্যা দূর করাই আমার প্রথম কাজ হবে। এছাড়াও আমি ক্ষমতা পেলে দেখিয়ে দেবো কিভাবে এলাকার উন্নয়ন করতে হয়। 

No comments:

Post a Comment

Adbox