Breaking

Thursday, January 27, 2022

দীর্ঘদিন ধরে পানীয় জলের পাইপ ফেটে থাকার কারণে স্থানীয়দের পথ অবরোধ

রামকৃষ্ণ চ্যাটার্জী, বারাবনি : বারাবনি পঞ্চায়েতের অন্তর্গত নেতাজি পল্লী ও আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে টাইম কলের পাইপ ফেটে রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।তারা জানিয়ে ছেন এই পাইপলাইন ফেটে যাওয়াতে রাস্তার মধ্যে জল বেরিয়ে পড়ে তার ফলে বহু মানুষ রাস্তায় পিছলে পড়ে যায়। আরো অভিযোগ ওই পাইপ ড্রেনের পাশ দিয়ে যাওয়ার ফলে পাইপের মধ্যে ড্রোনের নোংরা জল ঢুকে পড়ে এবং সেই জল স্থানীয় মানুষদেরকে পান করতে হয়। তার ফলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে বারাবনি ব্লকের নেতাজি পল্লীর মানুষ দের। 
তাই তারা আজ বারাবনি গ্রাম ঢোকার মুখে পথ অবরোধ করা হয়। বেশ কয়েক ঘন্টা এই অবরোধ চলে কিন্তু কোনোরকম প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে বারাবনি পঞ্চায়েত প্রধান নরেশ বাউরির খবর পেয়ে তার লোকজনকে অবরোধ তুলতে পাঠায় তার পরে তারা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কে জানান যে গতকাল থেকে তাদের এই সমস্যার সমাধান করা হবে। 
স্থানীয় বাসিন্দারা সেই মুহূর্তে প্রধানের সঙ্গে ফোনে কথা বলে এবং প্রধান জানান যে কাল থেকেই পাইপ লাইনের কাজ শুরু হয়ে যাবে। এই আশ্বাস পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে নেয়।কিন্তু স্থানীয়দের অভিযোগ এর আগেও বহুবার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন কিন্তু কোন কাজ হয়নি তবে এইবার যদি না হয় তবে আরো বড় রকমের আন্দোলন করা হবে। 

No comments:

Post a Comment

Adbox