Breaking

Friday, January 28, 2022

আসানসোলের ৫৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আইনজীবী তপন ব্যানার্জী জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৫৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী হলেন আইনজীবী তপন ব্যানার্জী। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। তিনি নিয়ম করে প্রায় প্রত্যেকদিন ৫৩ নম্বর ওয়ার্ডে ৫ জন সমর্থককে সাথে নিয়ে ডোর টু ডোর প্রচার চালাচ্ছেন। 
এদিন তপন ব্যানার্জী বলেন, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিন এদিন জানান, তৃণমূল কংগ্রেস বিগত বছরগুলিতে আসানসোল পৌর নিগমের বাসিন্দাদের নাগরিক পরিষেবা দিয়েছে। জল, রাস্তা কিংবা বিদ্যুৎ প্রত্যেক বিষয়ে তৃণমূল দ্বারা পরিচালিত কর্পোরেশন মানুষের জীবনের উন্নতির জন্য প্রচুর কাজ করেছে এখানে। কোথাও হয়তো অল্প কিছু কাজ বাকি রয়েছে সেগুলো আগামী দিনে করা হবে। এখানে নিকাশি ব্যবস্থার কিছু সমস্যা রয়েছে। হাই ড্রেন গুলিতে নোংরা জমে নালা দিয়ে জলের ওভার ফ্লোর একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা আমাদের আগে দূর করতে হবে। বিরোধীদের বিষয়ে তিনি বলেন, বিজেপি হলো একটি আদালত নির্ভর দল। তারা মানুষের পাশে থাকে না। তাদের সংগঠন বলে কিছু নেই। খালি ভোট এলেই প্রার্থী দাঁড় করিয়ে দেয়। আর সিপিআইএম তো হারিয়েই গেছে। বিজেপি, সিপিআইএম কিংবা কংগ্রেস এখন সবাই পোস্টার হয়ে গেছে। আর এই এলাকার মানুষের সাথে আমার গত ২৫-৩০ বছরের সম্পর্ক। আমি এই এলাকার সমস্যায় সব সময় তাদের পাশে থেকেছি, আগামী দিনেও একইভাবে থাকবো। এই প্রথমবার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি ২৫-৩০ বছর ধরে এই এলাকার সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছি। তাই মানুষের ভালোবাসা আমার প্রতি রয়েছে। 

No comments:

Post a Comment

Adbox