রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আজ সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হচ্ছে।
আর তারই অঙ্গ হিসাবে বার্নপুরের বাড়িময়দানে স্বামীজীর ১৬০ তম জন্মদিন পালন করা হয়।
আর এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এদিনের এই অনুষ্ঠানে তিনি জানান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আজ সারা রাজ্য জুড়ে এই দিনটি যুব দিবস হিসাবে পালিত হচ্ছে। ওনার বাণী ও আদর্শ আমাদের স্মরণে রেখে চলা উচিত।
অপরদিকে আসানসোলের সেনরালে রোডে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো। বুধবার রামকৃষ্ণ মিশনের আশ্রম চত্বরে এই জন্মদিবস পালন করা হয়। এদিন স্বামী বিবেকানন্দের ফটোকৃত্বিতে মাল্যদান করেন ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সৌমাত্মানন্দী সহ অন্যান্য প্রমুখেরা। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে স্বামী বিবেকানন্দকে স্বরণ করা হয়ে। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের বাণী ও জীবনী বিষয়ে সকলকেই অবগত করানো হয়ে।
এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি তিনি এদিনের অনুষ্ঠানে বলেন, আজকের দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়। আজ যুব দিবস হিসাবে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিবস। ওনার জীবন সম্পর্কে আমাদের জানা উচিত। প্রতি বছরই এখানে আজকের দিনটি পালিত হয়ে থাকে।
No comments:
Post a Comment