Breaking

Wednesday, January 12, 2022

"আসানসোল প্রগতির" উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকান্দের ১৬০ তম জন্মদিন অনুষ্ঠানের শ্রদ্ধাঞ্জলি

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবন চত্বরে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী। মূলত "প্রগতির" উদ্যোগে আয়োজিত হয় এই শ্রদ্ধাঞ্জলি। আর এদিনের এই শ্রদ্ধাঞ্জলি সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ ভরুপানন্দ মহারাজ, আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। 
পরে ৪ জন অসহায়দের সাহায্যের পাশাপাশি অনুষ্ঠানের আসা ওই পাঁচজন অসহায়দের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের সম্মান জানান। এদিনের এই অনুষ্ঠান থেকে  দুইজন বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার তুলে দেন এবং একজন কে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। 
একজন দৃষ্টিহীন কে মোবাইল ও আরও একজন ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়, চিকিৎসার জন্য। আর তারা হলেন হুইল চেয়ার - মনিকা ঘোষাল, রিঙ্কু দে, ট্রাই সাইকেল- কৃষাণ সোপান,মন্টু বাউরি কে মোবাইল ও প্রশান্ত লোকে ৫০ হাজার টাকার চেক। এদিন ভরুপানন্দ মহারাজ জানান,আজকের দিনে যে মানুষের এই অভাব জন্য, তিনি যেটা চেয়েছেন প্রকৃত মানুষ। আমরা যদি তাকে ভালবাসি তাহলে প্রত্যেকের জীবনে নিজেকে মানুষ রূপে গড়ে উঠবো। অর্থাৎ নিঃস্বার্থ পরতাই সেটা ফিরে আসছে বলে জানান তিনি। 

No comments:

Post a Comment

Adbox