প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : কেপ টাউনে প্রথম দিনেই ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২২৩ রানে। দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে সংগ্রহ করে ১ উইকেটে ১৭ রান। এইডেন মার্করাম ৮ রানে ও কেশব মহারাজ ৬ রানে ক্রিজে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা ভারতের থেকে ২০৬ রানে পিছিয়ে ছিল।
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে ব্যাট করতে নামলে দিনের প্রথম ওভারেই তারা উইকেট হারায়। এইডেন মার্করাম (৮ রান) এদিন কোনো রান সংগ্রহ না করেই জাসপ্রিত বুমরার বলে আউট হয়ে যায়। এর কিছু ওভার পরেই উমেশ যাদবের বলে আউট হয়ে যান আগের দিনের আর এক অপরাজিত ব্যাটসম্যান কেশব মহারাজ (২৫ রান)।
এরপর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের হাল ধরেন কিগান পিটারসেন। ভারতীয় বোলারদের এদিন ভালোই খেলেছেন পিটারসেন। তিনি এই ইনিংসে ৯ টি চারের সাহায্যে মূল্যবান ৭২ রান করেন। পিটারসেনকে আউট করেন বুমরা। রাশি ভ্যান ডার দুসেন (২১ রান) ও টেম্বা বাভূমা (২৮ রান) কিছুক্ষন ক্রিজে টিকে থাকলেও বড়ো ইনিংস খেলতে পারেননি। এরপর ভারতীয় পেসারদের দাপটে একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২১০ রানে (অলআউট)। প্রথম ইনিংসে ভারতের থেকে দক্ষিণ আফ্রিকা ১৩ রানে পিছিয়ে থাকে।
গতির দুর্গ কেপ টাউনে ভারতীয় পেসাররা দুর্দান্ত বোলিং করেছেন। সঠিক লাইনে ও লেনথে বল করেছে বুমরা, সামি, উমেশ ও শার্দুল। তার ফলেই দক্ষিণ আফ্রিকাকে কম রানে আটকাতে পেরেছে ভারত। জাসপ্রিত বুমরা এই ম্যাচে নিয়েছেন ৫ টি মূল্যবান উইকেট। বুমরা মোট ২৭ টি টেস্ট ম্যাচ খেলে সাত বার ৫ উইকেট নিয়েছেন। উমেশ যাদব ২ টি, মোহাম্মদ সামি ২ টি ও শার্দুল ঠাকুর ১ টি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় দিনেই ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। কিন্তু ভারতের শুরুটা ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারের মাথায় ভারত তাদের প্রথম উইকেট হারায়। মায়াঙ্ক আগারওয়াল, কাগিসো রাবাডার বলে ৭ রান করে আউট হয়ে যায়। এর ঠিক পরের ওভারেই ভারত হারায় তাদের দ্বিতীয় উইকেট। মার্কো জন্সেন এর বলে ১০ রান করে আউট হয়ে যায় কে এল রাহুল। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৫৭ রান। চেতেশ্বর পুজারা ৯ রানে ও ক্যাপ্টেন বিরাট কোহলি ১৪ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন। ভারত, দক্ষিণ আফ্রিকার থেকে ৭০ রানে এগিয়ে রয়েছে।
ম্যাচের স্কোর কার্ড -
ভারত (প্রথম ইনিংস) - ২২৩/১০ (৭৭.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) - ২১০/১০ (৭৬.৩ ওভার)
ভারত (দ্বিতীয় ইনিংস) - ৫৭/২* (১৭ ওভার)
ভারত, দক্ষিণ আফ্রিকা থেকে ৭০ রানে এগিয়ে রয়েছে।
No comments:
Post a Comment