Breaking

Monday, December 20, 2021

Rishabh Pant (Brand Ambassador) : উত্তরাখণ্ডের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হলেন ভারতীয় ক্রিকেট দলের উইকেট-রক্ষক 'ঋষভ পন্থ'

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : অস্ট্রেলিয়ার মাটিতে  টেস্ট সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় ক্রিকেট পেয়েছিল আরো এক নতুন তারকাকে। এই ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের উইকেট - রক্ষক 'ঋষভ পন্থ' মুগ্ধ করেছিল ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে আপামোর ক্রিকেট প্রেমীদের। 

১৯৯৭ সালে উত্তরাখণ্ডের রুড়কী'তে জন্মগ্রহণ করেন ঋষভ পন্থ। আর এবার তাদের ঘরের ছেলে ঋষভ - কে নতুন এক সম্মানে ভূষিত করলো উত্তরাখণ্ড সরকার। রবিবার উত্তরাখণ্ড সরকার "ঋষভ পন্থ" - কে তাদের রাজ্যের "ব্র্যান্ড অ্যাম্বাসেডর" নিযুক্ত করলো। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী "পুষ্কর সিংহ ধামী" এই ঘোষণাটি করেছেন রবিবার। মুখ্যমন্ত্রী ঋষভ পন্থ এর ভুয়সী প্রশংসা করে বলেন, ঋষভ উত্তরাখণ্ডের সুযোগ্য সন্তান। আর তাই আমরা আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলাম তাকে। তিনি আরো বলেন, ঋষভ - কে দেখে তাদের রাজ্যের তরুণরা আরো বেশি করে খেলাধুলায় মনোযোগী হবে। 

ঋষভ এর মুকুটে এই নতুন পালক যুক্ত হওয়ায় খুবই খুশি ঋষভ ভক্তরা। ঋষভ - কে বর্তমানে নিয়মিত ভারতীয় ক্রিকেটের তিনটি ফরম্যাটেই উইকেট - কিপারের ভূমিকায় দেখা যায়। ঋষভ বর্তমানে ভারতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৬ ডিসেম্বরে 'বক্সিং ডে টেস্ট' দিয়ে ভারত তাদের এই সফর শুরু করবে। 

No comments:

Post a Comment

Adbox