নিজস্ব প্রতিনিধি, হাওড়া : কলকাতা পৌর নিগমের নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস ও ভোট লুঠের অভিযোগ তুলেছে বিরোধীরা। আর সেই ইস্যুতেই সোমবার রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সিপিআইএম। আর সেই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি হাওড়ার একাধিক জায়গায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো সিপিআইএম এর কর্মী সমর্থকরা।
কলকাতা পৌর নির্বাচনে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে সোমবার হাওড়ার ডোমজুর বাজারে প্রতিবাদ মিছিল করলো সিপিআইএম।
পাশাপাশি ওই একই ইস্যু তুলে এদিন সন্ধ্যায় সলপ বাজারে স্কোয়াড মিছিল সংঘটিত করলো সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। অন্য দিকে ওই একই অভিযোগে এদিন বিকালে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া শহরে প্রতিবাদ মিছিল সংঘটিত করে বাম কর্মী সমর্থকেরা।
আর উলুবেড়িয়ার এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন উলুবেড়িয়া পৌরসভার বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা, সিপিআইএম নেতা গৌতম পুরকাইত সহ আরো অনেকে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচি থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হয় বাম কর্মী সমর্থকেরা।
এছাড়াও গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট গ্লস্টার মেনগেট এর সামনে বিক্ষোভ সভা করেন সিপিআইএম কর্মীরা। মূলত সিপিআইএম এর উলুবেড়িয়া উত্তর পৌর এরিয়া কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সভা করা হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মনোজ ব্যানার্জী। এছাড়াও বক্তব্য রাখেন এরিয়া কমিটির অন্যতম সদস্য সেলিম মোল্লা, সৌমেন বাগ, তারকনাথ দাস সহ অন্যান্য সদস্যরা। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশীষ পাণ্ডে।
No comments:
Post a Comment