Breaking

Tuesday, December 21, 2021

Chandannagar : চন্দননগরে শুরু হল ৩৫ তম হুগলী জেলা গ্রন্থাগার মেলা

নিজস্ব প্রতিনিধি, হুগলী : রাজ্যে চলছে শীতের প্রকোপ আর শীত মানেই মেলার সঙ্গে যুক্ত মানুষ। আর তারই মাঝে হুগলীর চন্দননগরে শুরু হলো ৩৫ তম হুগলী জেলা গ্রন্থাগার মেলা। এদিন চন্দননগরের মেরির মাঠে কোভিড বিধিমেনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যক ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুরী। এদিন ৩৫ বার ঘন্টা বাজানোর মধ্যে দিয়ে এই মেলার শুভ সূচনা হয় বলে জানা গেছে।

পাশাপাশি এদিনের এই মেলা উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক দীপাপ্রিয়া পি, জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) নকুল চন্দ্র মাহাতো, চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সহ প্রশাসনের অন্যান্য উচ্চ পদস্থ কর্তা ব্যাক্তিরা। এদিকে এবছরের এই মেলায় মোট ৮৩ টি স্টল রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি মেলা উপলক্ষে প্রতিদিনই মেলার মূল মঞ্চে থাকবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

No comments:

Post a Comment

Adbox