রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : গুরমত লেহার অর্গানাইজেশনের এর ৬ তম গুরমত চেতনা ক্যাম্প ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সোমবার আসানসোলের কালিপাহাড়ির গোবিন্দনগরে একথা জানান গুরমত লেহার সংস্থার সদস্যরা।
এদিন আসানসোলের গোবিন্দনগর গুরুদ্বার কমিটি হলে গুরমত লেহার সংস্থার দ্বারা একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২১ সালের ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিলপাঞ্চাল সহ ঝাড়খণ্ডে গুরমত চেতনা ক্যাম্প অনুষ্ঠিত হবে। এমনকি ২৫ থেকে ২৭ ডিসেম্বর বেনাচাটিতে আয়োজিত হবে। উদ্যোগক্তাদের তরফে জানানো হয়েছে সাহেবযাদার শহীদকে উৎস্বর্গ করে এই গুরুমত চেতনা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুরুদ্বারগুলির জন্য পরিবহন ব্যবস্থাও করা হবে, সমস্ত ক্যাম্প সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। গুরমত লেহার সংস্থার সদস্য বলেন, আমাদের জিএলওর একটাই উদ্দেশ্য, যেখানে আমরা আমাদের ক্যারিয়ার গড়তে বই পড়ি, সেই সঙ্গে আমাদের সংস্কৃতির পাশাপাশি ধর্ম সম্পর্কেও তথ্য দরকার, তবেই আমরা একজন মানুষ হতে পারব। ভাল মানুষ। শিশুদের মাদকমুক্ত করা এবং একটি ভাল সংস্থার সাথে যুক্ত করা আমাদের প্রচেষ্টা, তবে গুরবানি, শিখ মার্শাল আর্ট, পাগড়ি বাঁধা বিশেষ প্রশিক্ষক পাঞ্জাব থেকে আসছেন। এই সমস্ত শিবিরের পরে, তাদের থেকে শিশুদের নির্বাচন করার পর, চূড়ান্ত শিবির ৩১ ডিসেম্বর হবে।
No comments:
Post a Comment